• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯

সারা দেশ

শ্রীপুরে একদিনে দুইজনের মরদেহ উদ্ধার

  • ''
  • প্রকাশিত ১৮ এপ্রিল ২০২৪

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে পৃথক ঘটনায় একদিনে গৃহবধূ ও হিজড়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে শ্রীপুর পৌরসভার বহেরারচালা ও গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রুদ্রগাঁও গ্রামের সোহাগ মিয়ার কন্যা গৃহবধূ সুবর্ণা আক্তার (১৯) ও শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা গ্রামের নূরুল আমিনের সন্তান আব্দুল মান্নান অনন্যা(২২)।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গৃহবধূ সুবর্ণা আক্তারকে স্বামী আসিফ দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে।

বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে নানা বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি লেগেই থাকত। গতকাল বুধবার রাতেও তাঁদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়াঝাঁটির পর স্বামী ঘর থেকে বের হয়ে যায়। সকালে প্রতিবেশীরা খোঁজ নিতে গিয়ে ঘরের দরজা আটকানো দেখতে পান। সন্দেহ হলে ঘরের দরজা ভাঙা হয়। তখন ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। অপরদিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের ভাড়াবাড়ি থেকে আব্দুল মান্নান অনন্যা (২২) নামের এক হিজড়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ধনুয়া গ্রামের তোফাজ্জল হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

নিহতের সহকর্মীদের বরাত দিয়ে এসআই আবু রায়হান বলেন, ‘মানুষিক চাপে হিজড়া অনন্যা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।বাড়ির মালিক তোফাজ্জল হোসেন বলেন, ‘আব্দুল মান্নান অনন্যা চার মাস ধরে আমার বাসায় ভাড়া থাকেন। তিনি সব সময় মানুষিক কোনো চাপে থাকতেন। তাঁর অন্য সদস্যরা এ বিষয়ে আমাকে মাঝেমধ্যে অবহিত করতেন। ধারণা করা হচ্ছে মানুষিক চাপে তিনি আত্মহত্যা করেছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads